Tuesday, September 20, 2011

কম্পিউটার কেনার আগে দেখে নিন?



প্রতিদিন কেউ না কেউ নতুন কম্পিউটার কিনছেন। কম্পিউটার কেনার সময় কিছু বিষয় খেয়াল করলে ভালো মানের কম্পিউটার চিনে নিতে পারেন।

 Ram এর  বাস গতি ভালো থাকলে উন্নত সেবা দেবে।
 হার্ডডিস্কের ধারণক্ষমতা যত বেশি হবে, তত বেশি ফাইল হার্ডডিস্কে জমা রাখতে পারবেন।
 মাদারবোর্ডের পোর্টের সঙ্গে মিল রেখে সিডি-ডিভিডি রাইটার বা কম্বো ড্রাইভ কিনুন।
 গেম খেলা, গ্রাফিক্সের কাজ করার জন্য গ্রাফিক্স কার্ড উন্নত হতে হবে। ভালো ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড কিনুন।
 খোলা যন্ত্রাংশ কখনোই কিনবেন না।
 কেনার আগে কম্পিউটারের যন্ত্রাংশ যথাসম্ভব যাচাই করে নেবেন।
 মাইক্রোপ্রসেসরের গতি, প্রসেসিংয়ের ক্ষমতা কেমন, তা খেয়াল করে দেখবেন।
 এলসিডি মনিটরে ছবির মান কেমন, তা খেয়াল করবেন।




0 comments:

Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Magellan Premium Car Kit For iPhone